ভারতে পাঁচশোরও বেশি স্টেশনে ফ্রি ওয়াই-ফাই চালু হবে
"তবে ভারতে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির গবেষণা-প্রধান সুমন্দ্র চট্টোপাধ্যায় মনে করেন এই পদক্ষেপগুলো মসৃণভাবে রূপায়ণ করাটাই হবে প্রধান চ্যালেঞ্জ।
তাঁর কথায়, ‘সিলিকন ভ্যালির এই নৈশভোজটা দারুণ ব্যাপার সন্দেহ নেই। কিন্তু যেটা তত দারুণ নয় তা হল এই যে নতুন পার্টনারশিপ হতে চলেছে তার গভর্ন্যান্স কীভাবে হবে, কোন আইনি নথি মেনে হবে তা একেবারেই পরিষ্কার নয়।’ মি চট্টোপাধ্যায় বলছেন সম্প্রতি ভারতে এনক্রিপশন পলিসি নিয়ে যে বিতর্ক হল তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে এ দেশে যাবতীয় যা কমিউনিকেশন হবে সরকার কোনও না কোনওভাবে তা তাদের নাগালে রাখতে ইচ্ছুক! ফলে এই সব কর্মসূচী বাস্তবায়নের পর্যায়ে আসতে গেলেই মব কোম্পানি জানতে চাইবে এনক্রিপশন বা ট্রান্সপারেন্সির প্রশ্নে ভারতের অবস্থান কী। তখন সরকার কী করে সেটাই দেখার!’ বলছেন সুমন্দ্র চট্টোপাধ্যায়।"
This was published in BBC on September 28, 2015. Sumandro Chattapadhyay is quoted.